সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতার কারণে পাবলিক WiFi নেটওয়ার্ক ব্যবহার করার ঝুঁকি সম্পর্কে সাধারণ ভাবে সতর্ক করা হলেও, অনেকেই বুঝে উঠতে পারে না যে হ্যাকাররা হোম নেটওয়ার্কও ব্যবহার করতে পারে। হোম নেটওয়ার্ক যতক্ষণ চলতে থাকবে, সাইবার অপরাধীরা প্রাইভেট ডেটা চুরি করার উপায় খুঁজতে থাকবে।
যার মধ্যে আছে ব্যাঙ্কের ব্যখ্যা, ব্যাক্তিগত কথাবার্তারা, ফটো এবং অন্যান্য মূল্যবান ডেটা অ্যাক্সেস করা। আমাদের WiFi নেটওয়ার্ক সিস্টেম যদি কোনো ভাবে হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে তা বোঝার জন্য নির্দিষ্ট একটি চিহ্ন আছে।
এই লক্ষণ গুলো প্রায়শই সরবরাহকারীদের সংযোগ সমস্যা বা নেটওয়ার্ক সমস্যা হিসাবে প্রদর্শিত হতে পারে।
যদি ইন্টারনেট যোগাযোগ হঠাৎ কমে যায়, তাহলে বুঝতে হবে এটি আপনাদের বাড়ির WiFi হ্যাক হওয়ার লক্ষণ। এটি আরও বেশি বোঝা যায় যখন ইন্টারনেট প্রদান করতে বা আমাদের ডিভাইসে কোনো রকম সমস্যা থাকে না।
আমাদের WiFi রাউটারে যদি কিছু অচেনা ডিভাইস যুক্ত হয় তাহলে এর একটি কারণ হতে পারে যে, কোনো হ্যাকাররা মূল্যবান তথ্য জানার জন্য ওই রাউটারে প্রবেশ করার চেষ্টা করছে। কোনো অচেনা ডিভাইস নিশ্চিত করার জন্য, ডিভাইসের IP ঠিকানা দিয়ে লগ ইন করে যোগাযোগের তালিকা যাচাই বাছাই করা উচিত।
WiFi পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে এমন পরিস্থিতিও আসে যখন আমাদের রাউটারের পাসওয়ার্ড হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় কোনো রকম কারণ ছাড়াই। এটিও কিন্তু হ্যাকিংয়ের লক্ষণ।
হ্যাকাররা আমাদের ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে কারণ রাউটার গুলোকে টার্গেট করার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার জন্য। যদি ধরণের কোনো অস্বাভাবিক সফটওয়্যারের দেখতে পান তাহলে এটি হ্যাকিং বলে ধরা যেতে পারে।
এক্ষেত্রে হ্যাকাররা রাউটারে লগ ইন করতে এবং ডোমেন নেম সিস্টেম সেটিংস পরিবর্তন করতে পারে, তারা আমাদের রাউটারের মাধ্যমে সমস্ত ইন্টারনেট ট্র্যাফিককে একটি পলিউটেড ডিএনএস সার্ভারে রিডায়রেক্ট করে, এই ভাবে নির্দিষ্ট ওয়েবসাইটগুলি লক করে তথ্য চুরি এবং ম্যালওয়ার সফটওয়্যার ইনস্টল করে।
আপনাদের জন্য আরো
1.Mobile হয়ে যাবে ওয়াটার প্রুফ ! সামনেই আসছে বর্ষা, ফোন ভিজলেই সর্বনাশ, জেনে রাখুন ২ টি টিপস
2.Sim card রিচার্জ -এর নতুন নিয়ম আনছে TRAI ! দীর্ঘদিন সিম কার্ড রিচার্জ না করলেও দিতে হবে চার্জ
3.Google -এর কাছে মানুষ সব থেকে বেশি কি জানতে চায় জানেন কি ? তাহলে জেনে নিন সেই প্রশ্নোত্তর
4.WhatsApp -এ আবার নতুন চমক ! WhatsApp ব্যবহারকারীরা পাবেন নতুন এই ফিচারের সুবিধা