Google -এর কাছে মানুষ সব থেকে বেশি কি জানতে চায় জানেন কি ? তাহলে জেনে নিন সেই প্রশ্নোত্তর

Google আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তাই আমাদের প্রতিদিনকার জীবনে Google Search একটি বড় ভূমিকা পালন করে। আজকালকার দিনে যাঁর যা কিছু জানার প্রয়োজন, তাঁরা এই Google Search -এ সার্চ করে জেনে নিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মানুষ Google -এ সবথেকে বেশি কোন প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে। চলুন জেনে নেওয়া যাক Google -এ সবথেকে বেশি সার্চ হওয়া প্রশ্ন গুলির তালিকা। আর সাথে তার উত্তরও।

১. প্রতিদিন বাদাম খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো ?

বাদামের মধ্যে থাকে প্রচুর পরিমানে ফোলেট, কপার এবং ম্যাগনেশিয়াম। তাই প্রতিদিনকার রুটিনে বাদাম খাওয়া ভালো। কিন্তু বর্তমানে একটি ভুল তথ্য জানা গেছে। সেই তথ্যে বলা হয়েছে যে, বাদাম খেলে নাকি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কিন্তু এই তথ্যের কোনো প্রমান পাওয়া যায়নি। ফলে নিউট্রিয়েন্ট সমৃদ্ধ বাদাম প্রতিদিন খেলে শরীর ভাল থাকে।

২. মানুষের চোখের ওজন কত ?

রিপোর্ট অনুযায়ী জানা গেছে, একজন মানুষের চোখের ওজন ৭.৫ গ্রাম। আর চোখের ঘনত্ব ৬.৫ কিউবিক সেন্টিমিটার। একটি চোখ কম করে ২৫ সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব দেখতে পায়। ২৫ সেন্টিমিটারের থেকে কাছাকাছি থাকা বিষয়বস্তু গুলো ঝাপসা দেখা যায়। তাই চোখ ভালো রাখার জন্য ১ ফুট দূর থেকে সব কিছু দেখা ভালো।

৩. সিকিমে কোন নদীকে তিস্তা বলা হয় ?

সিকিমে ব্রহ্মপুত্র নদীকে তিস্তা নাম ডাকা হয়ে থাকে। বাংলাদেশ, সিকিম ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গার উপর দিয়ে তিস্তা প্রবাহিত হয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমের মূল নদীই হলো তিস্তা। তিস্তা নদী পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর, তারপর বাংলাদেশে প্রবেশ করে। ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে তারপরে।

৪. আমের ফলন সাধারণত কোথায় ভালো হয় ?

ভারতের বিভিন্ন জায়গায় আমের চাষ করা হয়ে থাকে। কিন্তু তামিলনাড়ুর সালেম জেলার আম সবচেয়ে বেশি বিখ্যাত। তবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি আম উৎপন্ন হয়। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমানে আম উৎপন্ন হয়।

৫. কোন সবজিতে সবথেকে বেশি পরিমানে আয়রন পাওয়া যায় ?

সব থেকে প্রচুর পরিমানে আয়রন থাকে মেথিতে। যা শরীরের জন্য অত্যন্ত ভাল। মেথির পাশাপাশি রাজমা বিনেও প্রচুর পরিমানে আয়রন পাওয়া যায়। বিটরুটের মতো সবজিতেও প্রচুর পরিমানে আয়রন থাকে। বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এই ধরণের সবজি ক্ষিতিকারক। কারণ এর মধ্যে শর্করা থাকে প্রচুর পরিমানে।

৬. কোন সবজিতে সবথেকে বেশি পরিমানে ভিটামিন থাকে ?

পালং শাকের মতো সবুজ শাকসবজি নানা রকম ভিটামিন সম্পন্ন। তার মধ্যে অন্যতম হল ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়াম। দেশের সমস্ত জায়গায় তা পাওয়া যায়। তাই শরীরকে সুস্থ এবং ফ্রেশ রাখার জন্য রোজকার রুটিনে সবুজ শাক-সবজি রাখা উচিত।

আপনাদের জন্য আরো

1.WhatsApp -এ আবার নতুন চমক ! WhatsApp ব্যবহারকারীরা পাবেন নতুন এই ফিচারের সুবিধা

2.Google এবার মুছে দেবে লোকেশনের সব হিস্ট্রি ! এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ?

3.YouTube Music থেকে শুনতে পারবেন আপনার মনে না পরা গান ! আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি

4.Airtel নিয়ে এসেছে দুর্ধর্ষ প্ল্যান Jio-কে টেক্কা দিতে, রিচার্জ করলেই পাবেন সুবিধা, বৈধতা এবং আরও অনেক কিছু

Leave a Comment