WhatsApp মানেই হলো নতুন নতুন ফিচার। মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি সর্বদা নতুন নতুন ফিচার এনে তা প্রমাণ করে দেয়। এই কারণেই জন্যই, জনকপ্রিয়তার দিক দিয়ে অন্যান্য অ্যাপকে পেছনে ফেলে দিয়েছে WhatsApp। আবার এই WhatsApp -এ একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে। ওই ফিচারটির সাহায্যে আপনারা আপনাদের চেনা-পরিচিতদের সাথে আরো গভীরভাবে যোগাযোগ করতে পারবে।
ব্যাপারটা তাহলে খুলে বলা যাক। প্রায় আড়াই বছর আগে, অৰ্থাৎ 2022 সালের নভেম্বরে WhatsApp কমিউনিটি ফিচারটি এনেছিল। তাই WhatsApp -এর মধ্যে থাকতে পারে বিভিন্ন গ্রুপ। তারপর থেকে কমিউনিটির সাথে যুক্ত হয় নানা ধরণের ফিচার। এবার থেকে ক্রেতা থেকে সহকর্মী, প্রতিবেশী থেকে অভিবাবক, অর্থাৎ আপনার কমিউনিটিতে যারা রয়েছে, তাদেরকে আরো সহজভাবে যেকোনো বিষয়ের তথ্য আপডেট দিতে পারবেন। কারণ এবার থেকে রিমাইন্ডার ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন।
ধরুন, একটি অনুষ্ঠান আছে, আর এই অনুষ্ঠানের খবর আপনি কমিউনিটির সব সদস্যদের দিতে চাইছেন। খবরটি চ্যাটের মাধ্যমে সকল সদস্যকে পাঠিয়ে দিতে পারবেন। এবার যদি কাউকে অনুষ্ঠাটির খবরটি দিতে ভুলে যান, আর বিষয়টি অনুষ্ঠানের শেষ মুহূর্তে মনে পরে তাকে জানাতে হবে, মাত্র এক ক্লিকেই তা জানিয়ে দিতে পারবেন। জানা গেছে যে, এরই মধ্যে গুগল প্লে স্টোরে এই ফিচারটির বিটা ভার্সান এসে গেছে। এই ফিচারটি ব্যবহার করে কমিউনিটির অ্যাডমিনরা নিকটবর্তী কোনো অনুষ্ঠানের কথা মনে করিতে দিতে পারবেন।
আপনি ঠিক কতক্ষন অন্তর নোটিফিকেশন পেতে চান, তার টাইম আপনি নিজেই ঠিক করতে পারবেন। অনুষ্ঠানের আগে 1 ঘন্টা অন্তর, 2 ঘন্টা অন্তর, 30 মিনিট অন্তর বা একদিন অন্তর রিমাইন্ডার পৌঁছে যাবে আপনার কাছে। এর সাথে অ্যাডমিনও নোটিফিকেশন-এর সময় ঠিক করে নিতে পারবে।
আপনাদের জন্য আরো
1.Google এবার মুছে দেবে লোকেশনের সব হিস্ট্রি ! এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ?
2.YouTube Music থেকে শুনতে পারবেন আপনার মনে না পরা গান ! আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি
4.কৃত্রিম হার্ট তৈরি করছে IIT কানপুর, ছাগলের বুকে লাগিয়ে পরীক্ষা করা হবে, বাজারে কবে ? দাম কত ?