Google এবার মুছে দেবে লোকেশনের সব হিস্ট্রি ! এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ?

আপনি হয়তো জানেনই না আপনার অনেক ব্যক্তিগত তথ্য জমা হয়ে আছে গুগলের কাছে। তার মধ্যে আছে লোকেশনও (Google Location)। কয়েক বছর আগে বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন সংস্থাকে কথা দেওয়া হয়েছিল, ব্যাবহারকারীদের ব্যক্তিগত তথ্য যতটা পারা যায় মুছে ফেলা হবে। এই কথা রাখতে চলেছে সুন্দর পিচাইয়ের সংস্থা। গুগল ঠিক করেছে ব্যবহারকারীদের লোকেশন হিস্ট্রি পুরোপুরি ডিলিট করে দেবে।

কিন্তু সংস্থার টাইমলাইন ফিচারটি (যেটা আগে ছিল লোকেশন হিস্ট্রি) তারপরও কাজ করবে। তার জন্য ব্যাবহারকারীদের আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। এর সাহায্যে ভবিষ্যতেও তাঁরা দেখে নিতে পারবেন অতীতে কোন সময় তাঁরা কোথায় ছিলেন। কিন্তু এই সমস্ত তথ্য জমা হবে লোকাল ড্রাইভে। অর্থাৎ নিজেদের ফোনে বা ট্যাবলেটে। এক কথায় বলতে গেলে, সংস্থার সার্ভারে কিছুই থাকবে না।

গুগলের তরফ থেকে জানানো যাচ্ছে যে, ১ ডিসেম্বর অবধি সমস্ত লোকেশন হিস্ট্রি রেখে দেওয়া হবে। কিন্তু তারপর থেকে পুরোপুরি মুছে দেওয়া হবে। মুছে দেওয়ার আগে ব্যবহারকারীরা চাইলে নিশ্চিতভাবে সব তথ্যের ব্যাক আপ রেখে দিতে পারেন। কিন্তু সেই জন্য নিজে থেকে সেভ করে রাখতে হবে, অটোমেটিক সেভ হয়ে যাবে না।

গুগল এমন সিদ্ধান্ত নিলো কারণ, নির্দিষ্ট কোনও কারণ না থাকলেও, গুগল জানিয়েছে যে, ব্যবহারকারীদের লোকেশন বিষয় তথ্য গুলো তাঁদের ব্যক্তিগত। আর এই তথ্য গুলোকে সুরক্ষিত বা গোপন রাখার প্রতিজ্ঞা নিয়েছে গুগল। এর সাথে পিচাইয়ের সংস্থার দাবি, সব সময় মনে রাখবেন, আপনাদের ব্যক্তিগত তথ্য কখনো কাউকে বিক্রি করে না গুগল ম্যাপ। এমনকি বিজ্ঞাপন দাতাদেরও কখনো বিক্রি করেনি।

বর্তমার সময় আসলে একটি প্রযুক্তির যুগ। প্রযুক্তির দিক দিয়ে যে দেশ যত উন্নত, এখনকার সময়ে সেই দেশ তত এগিয়ে। কত কঠিন কাজও এখন হয়ে যায় অতি সহজে ও খুব তাড়াতাড়িও। এর ফলে কিন্তু ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। আবার অপব্যবহারের আশঙ্কাও থাকে। লোকেশন হিস্ট্রি নিয়ে গুগলের এমন সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনাদের জন্য আরো

1.YouTube Music থেকে শুনতে পারবেন আপনার মনে না পরা গান ! আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি

2.Airtel নিয়ে এসেছে দুর্ধর্ষ প্ল্যান Jio-কে টেক্কা দিতে, রিচার্জ করলেই পাবেন সুবিধা, বৈধতা এবং আরও অনেক কিছু

3.কৃত্রিম হার্ট তৈরি করছে IIT কানপুর, ছাগলের বুকে লাগিয়ে পরীক্ষা করা হবে, বাজারে কবে ? দাম কত ?

4.Google Chrome ব্যবহার করেন ? সতর্ক হোন তাড়াতাড়ি, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা

Leave a Comment