Airtel নিয়ে এসেছে দুর্ধর্ষ প্ল্যান Jio-কে টেক্কা দিতে, রিচার্জ করলেই পাবেন সুবিধা, বৈধতা এবং আরও অনেক কিছু

প্রত্যেক আলাদা ব্যক্তির, ব্যবহারকারী স্মার্টফোনে একটি রিচার্জ প্ল্যান থাকা প্রয়োজন। রিচার্জ ছাড়া ফোন একদম অচল। একবার রিচার্জ শেষ হয়ে গেলে কল যায়ও না আর কল আসেও না। এমন পরিস্থিতির জন্য, প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরা কম টাকায় ভালো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। স্মার্টফোন ব্যাবহারকারীদের এই প্রয়োজনীয়তা বুঝে, টেলিকম সংস্থা গুলো দু-মাসের বেশি মেয়াদের রিচার্জ প্ল্যান অফার করে। এখন থেকে এই অফার দিতে চলেছে এয়ারটেলও। এয়ারটেল প্রিপেইড প্ল্যান পোর্টফোলিও প্রসার করে ৩৯৫ টাকার খুব ভালো প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। প্ল্যানটি এখন এয়ারটেলের ওয়েবসাইট এবং এয়ারটেল থ্যাংকস অ্যাপেও পাওয়া যাচ্ছে।

Airtel-এর ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যান

১. স্মার্টফোন ব্যবহারকারীরা ৬০০টি এসএমএস সুবিধার সঙ্গে পাবেন ৬ জিবি ডেটাও।

২. এয়ারটেলের এই নতুন ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে লোকাল এবং উভয় ক্ষেত্রেই আনলিমিটেড করা যাবে।

৩. এয়ারটেল আপ প্ল্যানটিতে আনলিমিটেড ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করতে দিচ্ছে।

৪. এই প্ল্যানটির বৈধতা করেছে ৫৬ দিনের।

৫. অন্যান্য সুবিধা রয়েছে অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক।

রিলায়েন্স জিও-এর ও এমন একটি প্ল্যান আছে। জিও -তে এর দাম ৩৯৫ টাকা। এয়ারটেলের প্ল্যানের মতোয়, জিও একই সুবিধা দিয়ে থাকে।

Jio-র ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যান

১.জিও ৩৯৫ প্রিপেইড প্ল্যানে ৬ জিবি ডেটা এবং সীমাহীন কলিং আছে। আর আছে জিও-র ওয়েলকাম অফার।

২. তাছাড়াও JioTV, JioCinema এবং JioCloud সুবিধা অফার করে থাকে।

৩. জিও ১০০ টি এসএমএস অফার করে।

৪. জিও -এই ৩৯৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের বৈধতা দেয়। আর এয়ারটেল প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।

এয়ারটেল ও জিও দুই কোম্পানি মোট ৬ জিবি ডেটা অফার করে থাকে। যার মানে, ব্যাবহারকারীরা পুরো মেয়াদের জন্য ৬ জিবি ডেটা পাবেন। স্মার্টফোন ব্যাবহারকারীরা প্রাপ্ত অ্যাড- অন ডেটা প্ল্যানগুলো ব্যবহার করে এর উপর আরও ডেটা পেতে পারেন।

এছাড়াও জিও ও এয়ারটেল দুজনেই ৮৪ দিনের বৈধতায় আরও দুটি বেস্ট প্ল্যান অফার করে থাকে।

জিওর ৬৬৬ টাকার ৮৪ দিনের প্ল্যান

ডেটা- ১২৬জিবি, ১.৫জিবি/দিন, ১০০ এসএমএস/দিন, আনলিমিটেড ফ্রি কলিং, JioTV, JioCinema, JioCloud সাবস্ক্রিপশন।

এয়ারটেল-র ৪৫৫ টাকার ৮৪ দিনের প্ল্যান

ডেটা- ৬জিবি, আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং কল, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালোটাইনস।

আপনাদের জন্য আরো

1.কৃত্রিম হার্ট তৈরি করছে IIT কানপুর, ছাগলের বুকে লাগিয়ে পরীক্ষা করা হবে, বাজারে কবে ? দাম কত ?

2.Google Chrome ব্যবহার করেন ? সতর্ক হোন তাড়াতাড়ি, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা

3.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা

4.Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন

Leave a Comment