কৃত্রিম হার্ট তৈরি করছে IIT কানপুর, ছাগলের বুকে লাগিয়ে পরীক্ষা করা হবে, বাজারে কবে ? দাম কত ?

বড় সুখবর, জানেন কি IIT কানপুরে নাকি কৃত্রিম হার্ট তৈরি করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ছাগলের ওপরে তা পরীক্ষা করা হবে। জানা যাচ্ছে, একটি কৃত্রিম হার্টের বিদেশে যে দাম, তার থেকে ১০ গুণ কম খরচে তৈরি করা হবে এই কৃত্রিম হার্ট। IIT-তে টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে এই কৃত্রিম হার্ট-কে।

প্রযুক্তিগত ভাষায় একে বলা হয়ে থাকে LVAD অর্থাৎ Left Ventricular Assist Device। বিশেষ করে এই কৃত্রিম হার্ট-টি তাদের জন্য তৈরি করা হচ্ছে, যাদের হার্ট ঠিকঠাক মতো রক্ত পাম্প করে না। কৃত্রিম হার্ট-টি পরীক্ষা করা হবে, মানুষের আগে ছাগলের বুকে বসিয়ে। এই কৃত্রিম হার্ট-এর নাম রাখা হয়েছে হৃদয়যন্ত্র। জানা গেছে খুব তাড়াতাড়ি এই কৃত্রিম হার্ট-এর টেস্ট শুরু করা হবে।

IIT কানপুরের ডিরেক্টর অধ্যাপক ড. মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, সবার আগে শূকরের ওপরে এই পরীক্ষাটি করার পরিকল্পনা ছিল। কিন্তু এখন খুব তাড়াতাড়ি ছাগলের বুকে লাগিয়েই চালু করার চেষ্টা করা হবে। অনেক গবেষণার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতা ও IIT-এর অধ্যাপকদের পরামর্শে এই কৃত্রিম হৃদয়যন্ত্র তৈরি করা হচ্ছে।

অধ্যাপক ড. মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, বিদেশেও কৃত্রিম হার্ট পাওয়া যায়, যার দাম এক কোটিরও বেশি। সেই জন্য IIT কানপুর এবং হায়দ্রাবাদ হাসপাতালের চিকিৎসকরা মিলে কম দামে এই কৃত্রিম হার্ট-এর গবেষণা শুরু করেছে। বিদেশে একটি কৃত্রিম হার্টের দাম এক কোটিরও বেশি সেখানে IIT কানপুর ও হায়দ্রাবাদ হাসপাতালের চিকিৎসকের দল মিলে মাত্র ১০ লাখ টাকায় কৃত্রিম হার্ট তৈরি করছে। তবে বাজারে এলে এর দাম অনেকটাই বেড়ে যেতে পারে।

অধ্যাপক ড. মণীন্দ্র আগরওয়াল আরও কিছু জানিয়েছেন, বর্তমানে কৃত্রিম হার্ট নিয়ে গবেষণা চলছে এবং খুব তাড়াতাড়ি পশু ছাগলের ওপর পরীক্ষাটি শুরু করা হবে। তিনি আরও জানান, ইনস্টিটিউটে নির্মিত গাংওয়াল স্কুল অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজও খুব দ্রুত গতিতে চলছে।

কৃত্রিম হার্টটির আকৃতি করা হবে পাইপের মতো, যা হার্টের এক অংশ থেকে অন্য অংশে সংযুক্ত থাকবে। এর সাহায্যে রক্ত শরীরে পাম্প করবে এবং ধমনীর সাহায্যে সারা শরীরে যাবে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে হার্টের নকশা তৈরি করা হয়েছে।

আপনাদের জন্য আরো

1.Google Chrome ব্যবহার করেন ? সতর্ক হোন তাড়াতাড়ি, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা

2.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা

3.Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন

4.ফোন হারিয়ে গেছে চিন্তা হচ্ছে ? গুগল বন্ধু আপনার ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে

Leave a Comment