Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন

আধুনিক যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলা যায় না। আজকালকার দিনে স্মার্টফোনের চাহিদাও ক্রমশ বাড়ছে বাজারে। আর স্মার্টফোনে আছে খুব ভালো ক্যামেরা। স্মার্টফোনে ক্যামেরা থাকার জন্য ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালো সুবিধা হয়। আজকাল বাজারে মাত্র 9000 হাজার-10000 হাজার টাকারও স্মার্টফোন পাওয়া যায় ও সাথে থাকে 50 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা। কিন্তু ক্যামেরা যাই হোক না কেন, ছবি তোলার নিয়ম না জানলে কিন্তু কোনওটাই কাজে আসবে না। আজ আমরা কথা বলবো স্মার্টফোনের ফ্ল্যাশের বিষয় নিয়ে।

ফোনের ক্যামেরা তো সবাই ব্যবহার করে। কিন্তু আসল কথা হলো অনেকেই এটা বুঝতে পারে না যে, দিনের বেলায় আমরা যখন ছবি তুলি তখন ফ্ল্যাশ ব্যবহার করা ঠিক কিনা। কিংবা ফোনের ফ্ল্যাশ লাইট ছবি তোলার সময় কখন ব্যবহার করা উচিত। আজ আমরা সেই সব বিষয় গুলোর ব্যাপারে জানবো।

ফ্ল্যাশলাইট কখন ব্যবহার করা ঠিক নয় ?

নাইট শট বা রাতে ছবি তোলার ক্ষেত্রে :

আজকাল বেশিরভাগ দামি স্মার্টফোন বা নতুন নতুন মডেল স্মার্টফোন গুলোতে নাইট মোড অপশন থাকে। তাই রাতের বেলা ছবি তোলার সময় নাইট মোড অন করে ছবি তোলা উচিত। এমন ভাবে ছবি তুললে খুব সুন্দর ছবি উঠবে। যেখানে কম আলো সেখানে ছবি তুললেও এটি দারুন কাজ করবে।

ইনডোর ইভেন্ট বা ঘরের ভিতর কোনও অনুষ্ঠান :

ঘরের ভিতরে মিটিং, পার্টি বা সেমিনার ইত্যাদির মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই সময় ছবি তোলার জন্য ফ্ল্যাশলাইটের প্রয়োজন পরে না। আবার ইনডোর পোর্ট্রেটের জন্যও ফ্ল্যাশ লাইটের পরিবর্তে প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো ব্যবহার করা যেতে পারে।

বড় ছবির ক্ষেত্রে :

যখন কোনো গ্ৰুপ ছবি তোলা হয় তখন ফ্ল্যাশ লাইট ব্যবহারের দরকার পরে না। কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইট ঠিকঠাক ভাবে একটি এলাকা কভার করতে পারে না।

স্মার্টফোনের ফ্ল্যাশ কখন কাজে আসে ?

আউটডোর পোর্ট্রেট :

যখন আপনি বাইরে কোথাও ছবি তুলবেন বা পোর্ট্রেট ছবি তোলার সময় ফ্ল্যাশলাইটের ব্যবহার না করলেও চলে। এই ভাবে ছবি তুললে একদিকে পড়া ছায়া কন্ট্রোল করা যায়। আবার ছায়াযুক্ত জায়গায় যদি ছবি তোলা হয় তাহলে ছায়াও দেখা যাবে না।

ব্যাকলাইট :

নিজের ছবি বা বিষয়বস্তু বা কোন কিছু জিনিসের ছবি তোলার সময় যেদিকে আলো তার পিছন দিকে থাকলে সেক্ষেত্রে ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে হবে। এর ফলে ছবির সামনের অংশে আলো পড়বে এবং ছবিটি ভালো উঠবে ও ঠিকঠাক হবে।

সেলফি তোলার সময় :

সেলফি তোলার সময় খুব বেশি আলোর প্রয়োজন হয়। সেলফি তোলার সময় অবশ্যই ফ্ল্যাশ লাইট ব্যবহার করা দরকার। রাতের বেলা বা দিনের বেলায় ফ্ল্যাশ লাইটের তেমন একটা প্রয়োজন পরে না। তবে দিনের পোর্ট্রেটে ছায়া এবং আলোর ভারসাম্য বজায় রাখতে ফ্ল্যাশ ব্যবহার করা যেতে পারে।

আপনাদের জন্য আরো

1.ফোন হারিয়ে গেছে চিন্তা হচ্ছে ? গুগল বন্ধু আপনার ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে

2.Truecaller ফোনে ইনস্টল করা আছে ! তাহলে স্ক্যাম ও ফ্রড কল নিয়ে আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি

3.এসি ব্লাস্ট করে ঘটতে পারে দুর্ঘটনা ! বিপদ এড়াতে এইভাবে যত্ন নিন

4.Google নতুন ফিচার এনেছে ফ্রড অ্যাপস চিনে নেওয়ার ! সতর্ক করবে বিপদের আগে

Leave a Comment