ফোন হারিয়ে গেছে চিন্তা হচ্ছে ? গুগল বন্ধু আপনার ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে

স্মার্টফোন শুধুমাত্র কি একটি যন্ত্র ? আজকের দিনে একবার ফোন হারিয়ে গেলে সেই ফোন ফিরে পেতে আগ্রহী হয়ে যায় ব্যবহারকারীরা। একজন ব্যক্তির নিজের ফোন মানে আস্ত একটি ব্যাঙ্ক। সেখানে ব্যক্তিগত ছবি, ভিডিও ও আরও কত কিছু থাকে। তাই ফোন হারিয়ে গেলে চারিদিক শূন্য হয়ে যায় অনেকেরই। কিন্তু জানেন কি, আপনার সাথে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য বন্ধুর মতো রয়েছে গুগল। সেই জন্য ফোনে থাকা ব্যক্তিগত তথ্যকে রক্ষা করতে আগে থেকে সতর্ক হওয়া দরকার।

তথ্য রক্ষা করতে কি করবেন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সব সময় মনে রাখবেন, নিজের ফোন ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে অন করে রাখতে হবে। তাহলে আপনার ফোন হারিয়ে গেলে কোনো চিন্তা থাকবে না। এর জন্য এই ধাপ গুলো মেনে চলুন :

সেটিংস খুলুন।
গুগল সিলেক্ট করুন।
সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন।
সেখানে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করতে হবে।
এর পর ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করে ফেলুন।
এটা এনাবল থাকলে আপনার ফোনকে অন্য কোনও ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে অনুসন্ধান করা যাবে।

আপনার ফোন যদি হারিয়ে যায়,তাহলে খুব সহজেই আপনার ফোনটি খুঁজে পাবেন এর সাহায্যে। এখনকার দিনে সব স্মার্টফোনেই গুগল লগ ইন করা থাকে। গুগল লগ ইন-এর জন্য স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই সার্চ করলে খুঁজে পাওয়া যায়। তবে এটা সব সময় মনে রাখবেন আপনার হারানো ডিভাইসে যদি ইন্টারনেট অন থাকে তাহলেই এটা সম্ভব হবে। কিন্তু যদি কেউ আপনার স্মার্টফোনটি পেয়ে সুইচ অফ করে দেয়, তাহলে আর লোকেশান দেখা সম্ভব হবে না। তবে আপনার স্মার্টফোনটি কোন সময় বা কোথায় সুইচ অফ করা হয়ে ছিল সেই লোকেশানটি দেখা যাবে। আর আপনি যদি নিঃসন্দেহে জেনে থাকেন যে আপনার ফোনটি চুরি করা হয়েছে, তাহলে ওই ফোনটিতে যদি ইন্টারনেট অন করা থাকে তাহলে দূর থেকেও আপনি ফোনটির নতুন করে পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করে দিতে পারবেন। ডিলিট করে দিতে পারবেন সব তথ্য। এগুলো যদি আপনি একবার পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু সেটায় থেকে যাবে। পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও বা কোনো তথ্য ইত্যাদি কিছুই আর খুঁজে পাবেন না।

কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজের স্মার্টফোনে সব সময়ের জন্য শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দেওয়া উচিত। ফিঙ্গারপ্রিন্ট লক অন করে রাখলে আরও ভালো। এর ফলে আপনার ফোন যদি কেউ চুরি করে তাহলে চট করে ফোনটি কেউ খুলতে পারবে না। এছাড়াও ফোনের তথ্য প্রতিদিন ব্যাক আপ রাখা উচিত। ছবি, ভিডিও,কন্ট্যাক্ট ও সমস্ত জরুরি তথ্য গুলো গুগল ড্রাইভ বা অন্য কোনও ক্লাউড স্টোরেজ রেখে দিলে আর কোনো চিন্তায় করতে হবে না। এর ফলে আপনার ফোন হারিয়ে গেলে বা সব তথ্য ডিলিট করে দিলেও কিছুই হারাবে না আপনার ফোন থেকে।

আপনাদের জন্য আরো

1.Truecaller ফোনে ইনস্টল করা আছে ! তাহলে স্ক্যাম ও ফ্রড কল নিয়ে আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি

2.এসি ব্লাস্ট করে ঘটতে পারে দুর্ঘটনা ! বিপদ এড়াতে এইভাবে যত্ন নিন

3.Google নতুন ফিচার এনেছে ফ্রড অ্যাপস চিনে নেওয়ার ! সতর্ক করবে বিপদের আগে

4.ইলেকট্রিক বিল কম আসার জন্য ‘এই’ ছোট ছোট ভুল গুলো করা বন্ধ করুন ! কমে যাবে 30% খরচ

Leave a Comment