আধুনিক যুগে বা আধুনিক বিশ্বে স্মার্টফোনের ব্যবহার প্রচুর পরিমানে হয়। আজকের সময়ে ডিজিটাল কেন্দ্রিক বিশ্বে প্রযুক্তির বৃদ্ধির সাথে সাথে, AI প্রসঙ্গ ভয়েস কল স্ক্যাম গুলোও বেড়ে যাচ্ছে। সারা বিশ্ব বা দেশ জুড়ে এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই বিপদ দূর করতে এবং স্মার্টফোন ব্যাবহারকারীদের স্ক্যামের হাত থেকে রক্ষা করতে, Truecaller-ই বেস্ট। Truecaller-এ একটি AI ভিত্তিক কল স্ক্যানার আছে। কল স্ক্যানারটি যেকোনো ধরণের কল স্ক্যান করবে এবং AI ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে স্ক্যাম কল গুলোকে ইডেন্টিফাই করতে সাহায্য করবে।
AI-এর ব্যবহার করে মানুষের ভয়েস নকল করে, AI ভয়েস স্ক্যাম গুলো স্মার্টফোন ব্যাবহারকারীদের সাথে প্রতারণা করে থাকে। ডিপফেক প্রযুক্তির উন্নতির সঙ্গে এই স্ক্যাম গুলো ২০১৯ সাল থেকে সামনে আসতে শুরু করে। স্ক্যামাররা সোশ্যাল মিডিয়া থেকে ভয়েসের স্যাম্পল নিয়ে থাকে এবং AI ব্যবহার করে ভয়েস ক্লোন করে।
কলার আইডি প্লাটফর্ম Truecaller দ্বারা ডেভেলপ করা AI কল স্ক্যানার একটি কল চলার সময় AI ভয়েস ইডেন্টিফাই করে এই স্ক্যাম গুলোর মোকাবিলা করার জন্য।
AI ভয়েসটিকে সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করে এবং তাড়াতাড়ি নির্ণয় করে, যে এটি আসলে কোনো মানুষের কণ্ঠস্বর নাকি কম্পিউটার দ্বারা তৈরী কোনো ভয়েস। যাচাই করার পরে, সেটি ‘AI Voice Detected’ না ‘Human Detected’ সেটি ইনডেন্টিফাই করে।
AI কল স্ক্যানার কিভাবে কাজ করে
Truecaller সেট করতে হয়ে মূল কলিং অ্যাপ হিসাবে।
কোনো ফ্রড কল বা সন্দেহজনক কল আসলে ‘স্টার্ট এআই ডিটেকশন’ -এ হালকা করে প্রেস করতে হবে।
স্টার্ট এআই ডিটেকশন -এ ক্লিক করার পর, AI ভয়েস রেকর্ড এবং অ্যানালিসিস করার সময় কলটি কিছু সময়ের জন্য থেমে যাবে।
যাচাই করার সময় একটি ‘Analysing…’ মেসেজ আসবে ফোন।
যাচাই করা হয়ে গেলে, একটি অন-স্ক্রিন নোটিফিকেশন আসবে যে ভয়েসটা AI দ্বারা তৈরী নাকি কোনো মানুষ কথা বলছে।
Android-এ সর্বশেষ Truecaller ভার্সন 14.6-এ আপগ্রেড করলেই, এই AI কল স্ক্যানার ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটি এই এআই ফিচারটিকে তার প্রিমিয়াম মডেলের মধ্যে প্যাক করেছে।
তবে এর মধ্যে একটি বিনামূল্যের ট্রায়ালের সুবিধা আছে। বর্তমানে, এই আপডেটটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে Truecaller ব্যবহারকারীদের জন্য আসছে, অন্যান্য দেশ গুলোতে এবং ভারতে আগামী মাসের মধ্যে আসার সম্ভবনা আছে।
এই নতুন আপডেটের পাশাপাশি, কলার আইডি প্ল্যাটফর্ম Truecaller সম্প্রতি এটাও বলেছে যে এটি প্রতি মাসে 400 বিলিয়ন কার্যকর ব্যবহারকারী পার করেছে। এটি আপত্তিকর স্ক্যাম এবং কন্ট্যাক্টের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
আপনাদের জন্য আরো
1.এসি ব্লাস্ট করে ঘটতে পারে দুর্ঘটনা ! বিপদ এড়াতে এইভাবে যত্ন নিন
2.Google নতুন ফিচার এনেছে ফ্রড অ্যাপস চিনে নেওয়ার ! সতর্ক করবে বিপদের আগে
3.ইলেকট্রিক বিল কম আসার জন্য ‘এই’ ছোট ছোট ভুল গুলো করা বন্ধ করুন ! কমে যাবে 30% খরচ
4.ওয়ানপ্লাস ১৩ এর ফিচার ক্যামেরা লঞ্চ এর আগেই ফাঁস, ডিসপ্লেই বা কেমন