এসি ব্লাস্ট করে ঘটতে পারে দুর্ঘটনা ! বিপদ এড়াতে এইভাবে যত্ন নিন

যে হরে গরম বাড়ছে, গোটা দেশ সেই গরমে হাসফাস করছে। কোনো কোনো জায়গায় তো 45-50 ডিগ্রিও হয়ে যাচ্ছে। এই বিচ্ছিরি গরম ও অতিরিক্ত তাপমাত্রার জন্য এসি একমাত্র অপশান। শহর অঞ্চলে অধিকাংশ বাড়িতেই আছে এসি। গরম সহ্য করার ক্ষমতা যাঁদের নেই তাঁরা তো সারাদিন এসি চালিয়ে রাখে। এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই এসি আছে। আবার এ বছরে অতিরিক্ত গরমের জন্য মানুষ যেমন এসি লাগিয়েছে, আবার অন্য দিকে বেশ কয়েক জায়গায় এসিতে আগুনও লাগতে দেখা গেছে। তার থেকে জোরে শব্দ ও আগুনও জ্বলে উঠেছে। কিছু দিন আগে নয়ডার একটি হাউসিং সোসাইটিতে এসি ব্লাস্ট করে। আগুনও লেগে যায় সোসাইটিতে। অনেক তলাতে সেই আগুন ছড়িয়ে পড়েছিল। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভানোর জন্য দমকলকর্মীদের আনা হয়েছিল। দমকলকর্মীদের জন্যই সেই আগুন নেভানো সম্ভব হয়েছিল। এখন প্ৰশ্ন হচ্ছে কেন আগুন লেগে যায় এসিতে। এই ধরণের দুর্ঘটনা যাতে আপনার সাথে না ঘটে সেই দিকে সতর্ক থাকতে হবে ও খেয়াল রাখতে হবে। এ সম্পর্কে জেনে নিন কিছু টিপস।

এয়ার কন্ডিশনার ব্লাস্ট অনেক কারণের জন্যই হতে পারে। বিশেষজ্ঞদের থেকে জানা গেছে, মেকানিক্যাল ব্যর্থতা বা ইলেক্ট্রিক্যাল ব্যর্থতার কারণেও এসি ব্লাস্ট হয়ে থাকে। শুধু তাই নয় এছাড়াও অনেক কারণ আছে এমন ঘটনা ঘটার। এসি ব্লাস্ট হওয়ার যায় কারণ যায় হোক না কেন, বাড়িতে এসি থাকলে, আর সেটা যদি প্রতিদিন চালানো হয় তাহলে তার খুব ভালোভাবে যত্ন নিতে হবে। এসি যত্ন নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে। তাহলেও এরকম ঘটনা ঘটার সম্ভবনা অনেকটাই কমবে।

  • এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার প্রতিদিন নিয়ম করে পরিবর্তন করা উচিত। নোংরা হওয়া বা নোংরা জমা এয়ার ফিল্টার এসির বাতাস প্রবাহিত করতে বাধা সৃষ্টি করে। তাই এসি নিয়মিত পরিষ্কার করা দরকার।
  • আবার এসির আউটডোর ইউনিটও একটি নির্দিষ্ট দিনে পরিষ্কার করা দরকার। নোংরা জমতে দেওয়া একদমই উচিত না। এসির আশেপাশে কিছু না রাখায় ভালো।
  • এসির এয়ারফ্লো-তে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে।
  • এসির প্ল্যাগের সাথে কখনো এক্সটেনশন কর্ড ব্যবহার করা উচিত নয়। এয়ার কন্ডিশনারে লোড অনেক বেশি থাকে। এক্সটেনশন কর্ড সব সময় এসির এই লোড বহন করতে পারে না।
  • এয়ার কন্ডিশনার বছরে দু-তিন বার সার্ভিসিং করানো উচতি। আপনার এসিতে যদি কোনো প্রব্লেম থাকে তাহলে টেকশিয়ানের হাতে সার্ভিসিং-এর সময় তা ঠিক হয়ে যাবে।

আপনাদের জন্য আরো

1.Google নতুন ফিচার এনেছে ফ্রড অ্যাপস চিনে নেওয়ার ! সতর্ক করবে বিপদের আগে

2.ওয়ানপ্লাস ১৩ এর ফিচার ক্যামেরা লঞ্চ এর আগেই ফাঁস, ডিসপ্লেই বা কেমন

3.এসি অনলাইনে কিনবেন? পুরো টাকাটাই বিফলে যেতে পারে, তাই আগে থাকতে এর সম্পর্কে জেনে নিন

4.ইলেকট্রিক বিল কম আসার জন্য ‘এই’ ছোট ছোট ভুল গুলো করা বন্ধ করুন ! কমে যাবে 30% খরচ

Leave a Comment