Google-এর বড় ঘোষণা, বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট ! জুন মাস থেকেই বদলাতে পারে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক, দেখে নিন

ভারতসহ বিভিন্ন দেশে রয়েছে Google-এর ব্যবহার। সব দেশই Google -এর বিভিন্ন রকমের সার্ভিস বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে দেশের সব মানুষই যে সার্ভিসটি সবচেয়ে বেশি ব্যবহার করে সেটি হলো Google search engine। সবচেয়ে বেশি সংখ্যার মানুষ এই Google search engine সার্ভিসটি ব্যবহার করে থাকে।

Google অনেক সার্ভিস বন্ধ করতে চলেছে। এই বিষয়টি অনেকেই জানেন না। 2024 সালের জুন মাসেই Google-এর একাধিক সার্ভিস বন্ধ করে দেওয়া হবে জানা যাচ্ছে।

Google-এর এমন অনেক পপুলার সার্ভিস আছে, যা মানুষের কাছে অত্যন্ত প্রিয়। চলুন এবার জেনে নেওয়া যাক জুন মাসের মধ্যে Google -এর কোন কোন সার্ভিস বন্ধ হতে চলেছে।

জানা গেছে PXL VPN Google-এর এই সার্ভিস গুলো চালু থাকবে। ভারতীয় Google ব্যবহারকারীদের মধ্যে যদি Google VPN সার্ভিস বন্ধ হয়ে যায় তাহলে খুব বেশি যায় আসবে না। কিন্তু শুধুমাত্র Google Pixel 7 সিরিজের ব্যবহারকারীদের জন্য Google সার্ভিস PXL VPN সার্ভিস চালু থাকবে।

2020 সালের অক্টোবর মাসে Google VPN সার্ভিস চালু করা হয়েছিল। তারপর থেকে Google ব্যবহারকারীরা এই সার্ভিস ব্যবহার করতে শুরু করে। Google ব্যবহারকারীরা এই সার্ভিস ভালোয় ব্যবহার করছিল, কিন্তু এখন Google ঠিক করেছে Google VPN সার্ভিস বন্ধ করে দেবে।

VPN-এর পুরো কথা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি হলো একটি টেকনোলজি। এটির সাহায্যে ইন্টারনেটের সাথে ব্যবহারকারীদের কানেকশন সিকিওর এবং প্রাইভেট করে দিয়ে থাকে। VPN-এ এনক্রিপশন ব্যবহার করা যায়।

Google Pay 4 জুন থেকে বন্ধ করে দেবে Google। কিন্তু জানা গেছে Google Pay শুধুমাত্র আমেরিকাতেই বন্ধ হবে। Google Pay সার্ভিস চালু থাকবে ভারতে।

Google Pay হলো একটি খুব জনকপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ। এই Google Pay অ্যাপ-এর মাধ্যমে ব্যাবহারকারীরা ডিজিটাল পেমেন্ট অর্থাৎ টাকা পয়সার লেনদেন করতে পারে। Google Pay ভারতে খুব জনকপ্রিয়, ডিজিটাল ভাবে টাকা পয়সা লেনদেন করার জন্য।

Google এই রিসেন্টলি ভারতে চালু করেছে Google Wallet। Google Wallet অ্যাপটিতে আপনি পেমেন্ট করার সুবিধা পাবেন না কিন্তু অন্য সার্ভিসের সুবিধা পাবেন। কিন্তু ভারতে এখন Google Pay এবং Google Wallet দুটো অ্যাপই দিয়েই ডিজিটাল অনলাইন পেমেন্ট করা যাচ্ছে।

আপনাদের জন্য আরো

1.ফোন-ল্যাপটপ বজ্রপাতের সময় কোথায় রাখা উচতি ? জেনে নিন

2.SPAM call ও মেসেজ থেকে এবার পাবেন মুক্তি, হতে চলেছে বড় পরিবর্তন

3.ফোনের ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, ব্যাটারি বাঁচাতে কি করবেন ! জেনে নিন কিছু টিপস

4.CCTV বাড়িতে লাগাতে চাইছেন, তাহলে জেনে রাখুন ৪ টি জিনিস ! না হলে ঘটতে পারে বিপদ

Leave a Comment