WiFi router এখনকার দিনে বাড়িতে থাকা একটি নরমাল ব্যাপার। কোনো অনুষ্ঠানে বা অফিসের কাজে বা বিভিন্ন দরকারে WiFi কাজে লাগে। কোনো দরকারি কাজ করার সময় বা অন্যান্য জরুরি কাজের সময় WiFi router থেকে ঠিক মতো স্পিড না পেলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে।
WiFi router ঠিক মতো স্পিড না দেওয়ার পেছনে একটি বড়ো কারণ হলো এর অবস্থান। আজ আমরা এই বিষয়েই জানবো যে, WiFi router এর অবস্থান কোথায় করলে ঠিক হয় এবং WiFi ব্যবহার করার সময় যাতে ইন্টারনেটের সমস্যা না হয়। ভুল জাগায় WiFi রেখে তা ব্যবহার করা ঠিক না।
WiFi গ্রাউন্ড ফ্লোরে রাখা উচিত না
যদি আপনাদের বাড়িটি অনেক তলা হয়ে থাকে তাহলে WiFi Connection টি মাঝের তলায় করা চেষ্টা করবেন। এর কারণ হলো মাঝের তলায় ইন্টারনেট থাকলে উপরে এবং নিচে দুই জায়গায় ইন্টারনেট পাওয়া যাবে। আর আপনি যদি নিচের তলায় WiFi লাগান তাহলে মাঝের তলায় ও উপরের তলায় ইন্টারনেট পৌঁছাতে সমস্যা হতে পারে। এই জন্য মাঝের তলায় WiFi লাগানো ভালো, কারণ মাঝের তলা সহ উপর তলা ও নিচের তলা সব জাগায় ইন্টারনেটের সংযোগ থাকবে।
টেবিলে WiFi router না রাখার
অনেক সময় অনেক বাড়িতে দেখতে পাওয়া যায় যে WiFi router টেবিলে রাখা আছে। এই টেবিলে রাখার জন্য কিন্তু router- এর ইন্টারনেট প্রদান করতে সমস্যা হয়। সবসময় WiFi router কিছুটা উঁচুতে রাখা ভালো। কারণ এটি সবসময় সব জাগায় সমান ভাবে ইন্টারনেট সরবরাহ করে থাকে। ইন্টারনেটের যোগাযোগও ভালো থাকে।
বন্ধ ঘরে WiFi router রাখা উচিত না
বাড়ির কোনো বন্ধ ঘরে যদি WiFi router অন করে রাখা হয় তাহলে পুরো বাড়িতে কোথাও ইন্টারনেট যোগাযোগ পাওয়া সম্ভব না। কারণ বন্ধ ঘরে ইন্টারনেট তার পরিষেবা বিস্তার করতে পারে না। বিশেষ করে ঘরের দরজা জানলা বন্ধ করে যদি WiFi router অন করা হয় তাহলে ইন্টারনেটের কানেকশনের ক্ষতি হয়।
WiFi router ঢেকে রাখা ঠিক না
আপনার বাড়িতে যদি WiFi router থেকে তাহলে WiFi কে কখনো কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন না। কারণ এতে ইন্টারনেট প্রদান করতে সমস্যা হয়। তাই সব সময় WiFi router-কে কোনো কিছু দিয়ে ঢেকে না রাখায় ভালো।
আপনাদের জন্য আরো
1.Mobile charger -এ লেগে যাচ্ছে আগুন, চার্জে বসানোর আগে দেখে নিন 3 টি জিনিস
2.বন্ধ থাকা অ্যান্ড্রয়েড ফোন খুঁজে দেবে নতুন এই ফিচার