আজকালকার দিনে কেউ আর ফোন নাম্বার মুখস্ত করে রাখে না, তাই ফোন থেকে নাম্বার ডিলিট হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডিলিট হয়ে যাওয়া নাম্বার সহজেই ফিরে পাবেন।
বর্তমানে প্রযুক্তি খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে সারা বিশ্ব ও ভারতেও। AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা গত ২-৩ বছরের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। AI-এর প্রভাব প্রতিটি সেক্টরে দ্রুত বিস্তার করছে।
এই জন্য স্মার্টফোনে AI-এর ব্যবহার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। স্মার্টফোন ব্যাবহারকারীদের কাজ অনেকটা সহজ হয়েছে। এই কারণে কিন্তু এখন আমরা আর ফোন নাম্বার মনে রাখছি না, এই নাম্বার মনে না রাখার কারণে আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়।
আমরা যখন কোনো নাম্বারে কল করতে চাই তখন সার্চ বাটনে ক্লিক করে, যে নাম্বারে কল করতে চাইছি সেটা সার্চ করলে স্ক্রিনে চলে আসে ও কল করে কাজ মিটিয়ে নিই। কিন্তু সমস্যা তখনি হয় যখন কোনো মোবাইল নাম্বার ফোন থেকে ডিলিট হয়ে যায় আর সেই নাম্বার আমাদের মনে থাকে না।
আবার অনেকসময় এমন ঘটনাও ঘটে যে হ্যাকাররা কোনো ব্যক্তির জি-মেল একাউন্ট হ্যাক করে সেই জি-মেল থেকে সব নাম্বার বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা আরো অন্যানো কিছু ডিলিট করে দেয়। এই জি-মেল হ্যাক হওয়া থেকে বাঁচতে চাইলে, কি করবেন আর কি করবেন না তা জেনে রাখা দরকার।
মোবাইল নাম্বার কিভাবে নিরাপদ রাখবেন
আপনি আপনার ফোন নাম্বারটি সবসময় নিরাপদ রাখতে চাইলে, জি-মেল অ্যাকাউন্টটি ঠিকঠাক ভাবে ব্যবহার করুন। জি-মেল অ্যাকাউন্টটিতে সবসময় যেকোনো ফোন নাম্বার সেভ রাখা দরকার।
এছাড়াও নিজেদের জি-মেল অ্যাকাউন্ট নিজেদের নিরাপদে রাখা উচিত। যেকোনো ব্যক্তি ডুয়াল ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে হ্যাকারদের থেকে জি-মেল অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারেন।
মোবাইল ফোনের গ্যালারিতে যেমন একটি রিসাইকেল বিন অপশন থাকে ঠিক তেমনি জি-মেলেও রিসাইকেল বিন অপশন রয়েছে। যার সাহায্যে আমরা সজজেই কোনো ফোন নাম্বার মোবাইল থেকে ডিলিট হয়ে গেলে, জি-মেল থেকে পুনরায় নিতে পারি।
এবার আপনি যদি ভুল করে কোনো ফোন নাম্বার জি-মেল অ্যাকাউন্ট থেকেও ডিলিট করে ফেলেন বা যদি কেউ ইচ্ছা করে নাম্বার ডিলিট করে দেয় তাহলে সেই মোবাইল নাম্বারটি জি-মেল অ্যাকাউন্ট এর রিসাইকেল বিন থেকেও পাওয়া যায় না।
আপনাদের জন্য আরো
1. Wrong call করলেই হবে জেল ! সরকারের নতুন নিয়ম লোক ঠকানো বন্ধ করতে
2.স্মার্ট ফোনে কভার পরিয়েছেন ? আপনাদের সামান্য ভুলের জন্য হতে পারে ফোনের ক্ষতি !
3.নতুন ফোন ও দারুন রিপেয়ারের সেবা নিয়ে বাংলাদেশে এলো ওয়ানপ্লাস
4.সিম কার্ড এর নতুন নিয়ম চালু হচ্ছে ,সতর্ক থাকুন আগে থাকতেই