অনেক সময় আমরা বাইরে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে ভুলে যায়। এর ফলে ট্রাফিক স্টপে নানান রকম সমস্যা সৃষ্টি হয়।
এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ভারত সরকার একটি অ্যাপ লঞ্চ করেছে যার নাম mParivahan। এই অ্যাপ্লিকেশনটি আপনি মোবাইলে ইন্সটল করে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লিংক করে রাখতে পারবেন।
ট্রাফিক স্টপেজে অথবা অন্য কোথাও যদি এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় তাহলে খুব সহজেই সেগুলো আপনারা আপনার মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবেন।
এই পোস্টে আপনি জানতে পারবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ করার পদ্ধতি।
mParivahan অ্যাপে ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ করতে প্রয়োজনীয় ডকুমেন্ট
- গাড়ির নম্বর
- ইঞ্জিন সংখ্যা
- চেচিস সংখ্যা
mParivahan অ্যাপে ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ করার পদ্ধতি
1. mParivahan এপ্লিকেশনটি ইন্সটল করুন এবং ওপেন করুন।
2. তারপর অ্যাপ্লিকেশনটিতে রেজিস্ট্রেশন করুন। রেজিস্টার করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনের লগইন করতে হবে।
3. এপ্লিকেশনে লগইন করার জন্য ড্রাইভিং লাইসেন্সের রেজিস্টার করা আপনার মোবাইল নম্বরটি লিখুন।
4. এরপর রেজিস্ট্রেশনের সময় সেট করা আপনার MPIN টাইপ করুন।
5. তারপর Sign in with MPIN বোতাম ক্লিক করুন।
6. এরপর আপনার সামনে একটি ড্যাসবোর্ড খুলে যাবে সেখানে My Virtual DL অপশনটিতে ক্লিক করুন।
7. আমার সঙ্গে একটু নতুন পেছনে সেখানে Driving Licence No এন্টার করুন।
8. তারপর আপনার Date of Birth এন্টার করুন।
9. এরপর Submit বাটনটিতে ক্লিক করুন।
10. তারপর আপনি একটি প্রবাদ দেখতে পাবেন যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সফলভাবে সংরক্ষিত হয়েছে বলে দেখাবে এরপর আপনি ওকে বাটনটিতে ক্লিক করুন।
আপনি ড্রাইভিং লাইসেন্সের তথ্য সফলভাবে mParivahan এপ্লিকেশনের সংরক্ষিত হয়েছে আপনি যখন ইচ্ছা View Virtual DL অপশনটিতে ক্লিক করে চেক করতে পারেন।
mParivahan অ্যাপে রেজিস্ট্রেশন সার্টিফিকেট(RC) সংরক্ষণ পদ্ধতি
1. প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
2. তারপর রেজিস্টার করা মোবাইল নম্বরটি টাইপ করুন।
3. এরপর 6 সংখ্যার MPIN টাইপ করুন।
4. তারপর Sign in with MPIN বাটনটিতে ক্লিক করুন।
5. তারপর আপনার সঙ্গে একটি পেজ খুলে যাবে সেখানে My Virtual RC অপশন টিতে ক্লিক করুন।
6. এরপর আপনার সঙ্গে একটু নতুন পেজ খুলে যাবে সেখানে Vehicle No এন্টার করুন।
7. তারপর সঠিক জায়গায় Chassis No এবং Engine No টাইপ করুন।
8. এরপর Add My Vehicle বাটনটিতে ক্লিক করুন।
9. তারপর আপনার মোবাইলে একটি OTP পাঠানো হবে OTPটি সঠিক জায়গায় পূরণ করুন।
10. এরপর Submit বাটনটিতে ক্লিক করুন।
এভাবে খুব সহজে আপনারা গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এম পরিবহন এপ্লিকেশনে যোগ করতে পারবেন।
আপনার জন্য আরো
1.ব্যক্তির নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স নম্বর কিভাবে খুজে পাবেন
2.অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন ?
3.পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট(PDF) 2024 ডাউনলোড করার পদ্ধতি
4.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?