পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট(PDF) 2024 ডাউনলোড করার পদ্ধতি

যেকোনো কারণে আপনি যদি আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা দেখতে চান অথবা নাম সংশোধন করার পর ভোটার লিস্টে নাম উঠেছে কিনা তা চেক করতে চান তাহলে অবশ্যই খুব সহজে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আমাদের এই পোস্টটিতে ভোটার লিস্ট ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি সহজ সরল ভাবে দেয়া হলো।

ভোটার লিস্ট (PDF)অনলাইন ডাউনলোড করার পদ্ধতি

1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর  অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in এ যান।

2. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে Electoral Roll (Voter list) অপশনটিতে ক্লিক করুন।

3. এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনার রাজ্য সিলেক্ট করুন

4. তারপর ড্রপ ডাউন লিস্টে গিয়ে আপনার জেলা সিলেক্ট করুন।

5. এরপর একইভাবে ড্রপডাউন লিস্ট থেকে অ্যাসেম্বলি সিলেট করুন।

6. তারপর ভাষা অর্থাৎ যে ভাষায় আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।

7. এরপর ক্যাপচা কোডটি টাইপ করুন।

8. তারপর আপনার পার্ট নম্বর অথবা ভোট কেন্দ্রের নাম সার্চ করুন।

9.ভোটার সেন্টারের পাশেই দেখুন একটি ডাউনলোডের অপশন দেখাবে সেটিতে ক্লিক করুন। তাহলেই আপনার ভোটার লিস্টটি (PDF) ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

এভাবে খুব সহজেই আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন।

ভোটার লিস্ট থেকে আপনি কি কি তথ্য জানতে পারবেন

1. বিধানসভা, জেলা, রাজ্য নির্বাচনী এলাকা।

2. ভোটার তালিকা প্রকাশের তারিখ।

3. ভোট কেন্দ্রের ছবি।

4. অংশ সংখ্যা।

5. ভোটারের নাম ঠিকানা।

6. পিতা এবং মাতার নাম।

7. ওয়ার্ড নম্বর।

8. প্রার্থীর বয়স।

9. ভোটার কার্ডের নাম্বার।

10. ফটো আছে কি নেই।

ভোটার লিস্ট কোন কোন কাজে লাগে

ভোটার লিস্ট বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে যেমন বিয়ের পর নাম ট্রান্সফারের সময়। এছাড়াও এস সি এস টি কার্ড করার সময় ভোটার লিস্ট কাজে লাগে।

আপনার জন্য আরো

1.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?

2.অনলাইনে কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন ?

3.LPG  গ্যাস অনলাইন e-KYC কিভাবে করবেন

4.বিয়ের পর অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন ?

Leave a Comment