UIDAI তাদের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এর মাধ্যমে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করা অনেক বেশি সহজ করে দিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে আধার লিঙ্ক আছে কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
স্ট্যাটাস চেক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ব্যাঙ্কের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তা চেক করার জন্য যেসব ডকুমেন্ট গুলি লাগবে তা হলো –
- আপনার আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি।
- আর আপনার আধারের সাথে লিঙ্ক করা ফোন নম্বরটি।
স্ট্যাটাস চেক করার জন্য অনলাইন পদ্ধতি
১। প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট resident.uidai.gov.in-এ যেতে হবে।
২। তারপর আপনাকে হোমপেজে থাকা Aadhaar Services অপশনটিতে স্ক্রোল করতে হবে।
৩। করার পর আপনি ‘Check Aadhaar/Bank Linking Status’ টিতে ক্লিক করবেন।
৪। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৫। এই নতুন পেজটিতে আপনি উপযুক্ত অপশনটি সিলেক্ট করবেন এবং আধার নম্বরটি অথবা ভার্চুয়াল আইডিটি এন্টার করে দেবেন।
৬। তারপর আপনি একটি security code এন্টার করবেন।
৭। এরপর আপনি ‘Send OTP’ অপশনটিতে ক্লিক করে দেবেন।
৮। তারপর আপনার আঁধারের সাথে লিঙ্ক থাকা ফোন নম্বরটিতে একটি OTP যাবে।
৯। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবেন এবং ‘Submit’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
১০। এরপর আপনার ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাসটি স্ক্রিনে দেখানো হবে।
দরকার হলে আপনি এই পেজটির একটি প্রিন্টআউট করে নিতে পারেন। এই পদ্ধতিগুলি সঠিক ভাবে অনুসরণ করে আপনি খুব সহজেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনার ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন
2.বিয়ের পর অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন
3.অনলাইনে কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার করবেন