LPG  গ্যাস অনলাইন e-KYC কিভাবে করবেন

নতুন নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থাকে তাহলে তা বায়োমেট্রিক আপডেট করতে হবে ডিসেম্বর মাসের মধ্যেই। আপনি যদি এই কেওয়াইস না করেন সে ক্ষেত্রে আপনি কোন রকম সাবসিটি পাবেন না। তবে আমাদের এখানে গ্যাস অফিসের তরফ থেকে জানানো হয়েছে যারা উজ্জ্বলা গ্যাস কানেকশন নিয়েছেন তাদেরই এখন ডিসেম্বরের মাসের মধ্যেই কেওয়াইসি জমা দিতে হবে। অন্যান্য LPG গ্রাহকদের পরবর্তীকালে কেওয়াইসি নেয়া হবে।

আপনারা আপনাদের নিকটবর্তী গ্যাস অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমাদের লেখা পদ্ধতি অনুসরণ করে নিজেই বাড়িতে বসে KYC সম্পন্ন করতে পারেন। 

LPG KYC করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার কার্ড

একটি স্মার্টফোন

LPG KYC করার Online পদ্ধতি

1.প্রথমে প্লে স্টোর ওপেন করুন এবং তারপর আপনাকে দুটি অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে হবে।

2. প্রথম যে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইন্সটল করতে হবে সেটি হল IndianOil ONE

3. দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইন্সটল করতে হবে সেটি হল AadhaarFace Rd

4. এরপর আপনাকে IndianOil ONE এপ্লিকেশনটি ওপেন করতে হবে তারপর কিছু পারমিশন আপনার থেকে চাইবে সেগুলো আপনাকে এলাউ করতে হবে।

5. বাঁদিকে উপরে যে থ্রি ডট দেয়া থাকবে সেটাতে ক্লিক করলে আপনার সামনে একটা উইন্ডো খুলে যাবে সেখানে Login/Signup লেখা থাকবে তার উপর ক্লিক করতে হবে।

6. এরপর আপনার সামনে একটা উইন্ডো খুলে যাবে সেখানে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে যদি রেজিস্টার করা না থাকে তার জন্য প্রথমে আপনাকে Don’t have an account REGISTER অপশনটির উপর ক্লিক করতে হবে।

7. তারপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে সেখানে আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনটিতে ক্লিক করতে হবে।

8. এরপর আপনার সামনে একটি নতুন ড্যাশবোর্ড বা প্রোফাইলটি চলে আসবে। তারপর আবার আপনাদের বাম দিকে থাকা থ্রি ডটটিতে ক্লিক করুন।

9. তারপর My Profile অপশনটিতে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে একটি পেজ খুলে যাচ্ছে।

10. এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে eKYC/ReKYC বলে একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

11. তারপর আপনার সামনে একটি টার্মস এন্ড কন্ডিশনের পেজ খুলে যাবে সেখানে একটি চেকবক্স থাকবে তাতে ক্লিক করুন এবং নিচে দেখবেন FACE SCAN বলে একটি অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

12. তারপর কিছু পারমিশন আপনার থেকে চাওয়া হবে সেগুলি এলাও করবেন এবং আপনার AadhaarFace Rd অ্যাপ্লিকেশনটি খুলে যাবে।

13. এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে Face Authentication Guide দেয়া থাকবে আপনাদের সেটা ফলো করতে হবে এবং চেকবক্স থেকে ক্লিক করে Proceed বাটনটিতে ক্লিক করুন।

14. তারপর আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে আপনার মোবাইল কি আপনার মুখের সামনে সঠিকভাবে রাখতে হবে যাতে ফেস ডিটেক্ট হয়ে যায়।

15. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে সাবমিটের অপশন থাকবে। সেই অপশনটিতে ক্লিক করলেই আপনার KYC টি সাবমিট হয়ে যাবে।

এইভাবে খুব সহজেই আপনারা ইন্ডিয়ান ওয়েল এর KYC সম্পন্ন করতে পারবেন।

আপনার জন্য আরো

1.বিয়ের পর অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন ?

2.BDO ইনকাম সার্টিফিকেট অনলাইন কিভাবে আবেদন করবেন

3.অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) পরিবর্তন করবেন ?

4.অনলাইন ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করবার পদ্ধতি

Leave a Comment