বিয়ের পর অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন ?|How to change voter card address online after marriage?

ভোটার কার্ড হলো একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যা আমাদের পরিচয়পত্র বা এড্ড্রেস প্রুফ হিসাবে কাজে লাগে। তাই ভোটার কার্ডে সঠিক ঠিকানাটা থাকা খুবই দরকার। কিন্তু বিয়ের পর অনেকেরই তাদের ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কারণ ভারতের নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in-এর মাধ্যমে অনলাইনে বিয়ের পর আপনার ঠিকানা পরিবর্তন করার পদ্ধতি অনেক সহজ করে দিয়েছে।

এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে, অনলাইনে বিয়ের পর আপনি আপনার ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

বিয়ের পর আপনার ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য যে ডকুমেন্টের প্রয়োজন হবে তা হলো আপনার নতুন ঠিকানার প্রমানের একটি স্ক্যান কপি। এরজন্য আপনার অবশ্যই ভোটার পোর্টালে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।

অনলাইন আবেদন পদ্ধতি

১। প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in-এ যেতে হবে।

২। তারপর আপনাকে “Login” অপশনটিতে ক্লিক করতে হবে।

৩। এরপর আপনি আপনার username এবং পাসওয়ার্ডটি এন্টার করে দেবেন।

৪। তারপর আপনি ক্যাপচা কোডটি ঠিকঠাক ভাবে এন্টার করে দেবেন এবং “Request OTP” বাটনটি প্রেস করে দেবেন।

৫। এরপর নির্দিষ্ট জায়গায় আপনি OTP টি এন্টার করে দেবেন এবং ‘Verify & Login’ অপশনটিতে ক্লিক করে দেবেন।

৬। তারপর আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালের হোমপেজটি ওপেন হয়ে যাবে।

৭। এরপর আপনি “Fill Form 8” বাটনটিতে ক্লিক করে দেবেন।

৮। তারপর আপনি কার জন্য ঠিকানা পরিবর্তন করছেন তা সিলেক্ট করবেন এবং তার ভোটার নম্বরটি এন্টার করে দেবেন।

৯। এরপর আপনি ‘Submit’ বাটনটি প্রেস করে দেবেন।

১০। তারপর আপনি ‘Shifting of Residence’ অপশনটি সিলেক্ট করবেন।

১১। এরপর আপনি প্রদত্ত দুটি অপশন থেকে উপযুক্ত অপশনটিতে ক্লিক করবেন (Within Assembly Constituency/Outside Assembly Constituency)।

১২। তারপর আপনি ‘OK’ বাটনটিতে ক্লিক করবেন এবং আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।

১৩। এইবার এখানে লিস্ট থেকে আপনি আপনার রাজ্য, জেলা এবং AC নম্বরটি সিলেক্ট করে নেবেন।

১৪। এরপর প্রয়োজন হলে আপনি অন্যান্য বিবরণ গুলিও দিতে পারেন।

১৫। তারপর আপনি ‘Next’ -এ ক্লিক করে দেবেন।

১৬। এরপর আপনি নির্দিষ্ট জায়গাগুলিতে আপনার নতুন বাসস্থানের সম্পূর্ণ ঠিকানাটি লিখে এন্টার করে দেবেন।

১৭। তারপর আপনার কাছে যে ঠিকানার প্রমানপত্রটি রয়েছে সেটি সিলেক্ট করে নিন এবং ‘Next’ -এ ক্লিক করে দিন।

১৮। এরপর যেখান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটির নাম নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দিন।

১৯। তারপর আপনি ‘Next’ -এ ক্লিক করবেন।

২০। এরপর আপনি ক্যাপচা কোডটি লিখে এন্টার করে দেবেন।

২১। তারপর আপনি ‘Preview and Submit’ বাটনটি প্রেস করে দেবেন।

২২। এরপর আপনার সামনে ফিলআপ করা ৮ নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে।

২৩। সেখানে আপনি সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আপনি যদি কোনো কিছু তথ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি “Keep Editing” অপশনটিতে ক্লিক করে তা ঠিক করে নিতে পারেন।

২৪। এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি “Submit” বাটনটি প্রেস করে দেবেন।

২৯। তারপর আপনি ‘Yes’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

এই সব কিছুর আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে যাবে এবং আপনাকে একটি রেফারেন্স আইডি দেওয়া হবে। এই পদক্ষেপগুলি ঠিকঠাক ভাবে অনুসরণ করে খুব সহজেই আপনি ভোটার কার্ডে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

এছাড়াও ভারতের নির্বাচন কমিশন তাদের পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনাকে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করার অপশনও দিয়েছে।

আপনার জন্য আরো

1.কিভাবে আধার কার্ড ভার্চুয়াল (VID)আইডি জেনারেট করবেন

2.BDO ইনকাম সার্টিফিকেট অনলাইন কিভাবে আবেদন করবেন

3.অনলাইনে বার্থ সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন

4.রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন

Leave a Comment