আপনি যদি অনলাইন BDO ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন e-District 2.0 পোর্টালের মাধ্যমে।
BDO ইনকাম সার্টিফিকেট এর জন্য প্রয়োজনীয় তথ্য
- পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অথবা স্যালারি স্লিপ।
- পরিচয় পত্র হিসাবে আধার কার্ড,ভোটার কার্ড, রেশন কার্ড যে কোন একটি।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
BDO ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি
1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর সেখানে e-district লিখে সার্চ করুন।
2. তারপর আপনার সামনে দেখবেন Login with e-District 2.0 ওটাতে ক্লিক করুন।
3. এরপর আপনি যদি নতুন হন সে ক্ষেত্রে আপনাকে প্রথমে New user হিসাবে Register করতে হবে।
4. রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পর আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম লিখে রেজিস্টার অপশনটিতে ক্লিক করুন।
5. এরপর প্রথমে আপনাকে ইউজার লগইন অপশনে গিয়ে আপনার ইউজার নেম অথবা ইমেইল আইডি টাইপ করতে হবে তারপর ক্যাপচা কোডটি টাইপ করে Sign in বাটনটিতে ক্লিক করুন।
6. তারপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে OTP টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
7. এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে Others Services অপশনটিতে ক্লিক করুন তারপর সার্ভিস অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলবে যেখানে সার্টিফিকেট বলে একটি অপশন দেখতে পাবেন তার উপর মাউসের কার সার নিয়ে গেলে Income Certificate অপশনটিতে ক্লিক করুন।
8. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে আপনি Eligibility criteria, Document Requirement, Payment Requirement এবং Acceptance Criteria সম্পর্কের ডিটেলস জানতে পারবেন এবং তারপর আপনাকে ACCEPT বাটনটিতে ক্লিক করতে হবে।
9. এরপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে সেখানে আপনার বেসিক ইনফরমেশন নাম ঠিকানা, ডেট অফ বার্থ, বয়স আধার নম্বর, ইমেইল আইডি, ফোন নাম্বার এবং আবেদনকারীর বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করে Save & Next বাটনটিতে ক্লিক করুন।
10. তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে OTP টি এন্টার করুন এবং Validate বাটনটিতে ক্লিক করুন।
11. এরপর আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং ফ্যামিলির ডিটেলস পূরণ করতে হবে। তারপর সেভ এন্ড নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে।
12.তারপর আবেদনকারীর ইনকাম ডিটেলস ডিটেলস পূরণ করতে হবে এবং আবেদনের কারণ লিখতে হবে।
13. এরপর Save অপশনটিতে ক্লিক করুন। তারপর প্রিভিউ বাটনটিতে ক্লিক করে আপনার সম্পূর্ণ ফর্মটি দেখে নিতে পারেন সঠিকভাবে পূরণ হয়েছে কিনা সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Submit বোতামটিতে ক্লিক করুন।
14. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে Residential Proof অর্থাৎ বসবাসের ডকুমেন্ট হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অ্যাটাচ করবেন ।
15. এরপর পাসপোর্ট সাইজ রঙিন ফটো স্ক্যান করে অ্যাটাচ করতে হবে।
16. তারপর আই এর প্রমাণ হিসেবে ইনকাম প্রুপ অ্যাটাচ করতে হবে।
17. এরপর I accept এর পাশে একটি চেকবক্স থাকবে সেটিতে টিক দিন এবং সেভ বাটনটিতে ক্লিক করুন।
18. তারপর Submit বোতামটি ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আপনার অ্যাকনোলেজেমেন্ট নাম্বারটি দেওয়া থাকবে সেটি ডাউনলোড করে রেখে দিন এই নাম্বারটি আপনার ইনকাম সার্টিফিকেট বের করতে কাজে লাগবে।
আবেদন করার দু থেকে তিন দিন পর আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিয়ে ওয়েবসাইট থেকে আপনার ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) পরিবর্তন করবেন ?
2.অনলাইন ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করবার পদ্ধতি
3.অনলাইনে কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার করবেন ?