আপনি যদি অনলাইন ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করতে চান সেক্ষেত্রে এই পোস্টটি পুরো পড়ুন এখানে ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল সম্পর্কে বিস্তারে জানানো হয়েছে।
প্রথমে আসা যাক কি কারনে আপনি লাইসেন্সের আবেদনটি বাতিল করতে পারেন যদি ভুল অথবা অসম্পূর্ণ তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন বাতিল করতে পারেন।
parivahan.gov.in অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করার প্রক্রিয়া
আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি বাতিল করার জন্য আপনি যখন অনলাইন আবেদন করেছিলেন তার এক নলেজমেন্ট স্লিপ টির প্রয়োজন। কারণ সেখানে আপনার আবেদনের নম্বরটি লেখা থাকবে এবং আপনার জন্ম তারিখে প্রয়োজন।
1. প্রথমে পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in যেতে হবে।
2.Online Service অপশনটিতে ক্লিক করুন তারপর ড্রপডাউন থেকে Driving licence Related Services অপশনটি নির্বাচন করুন।
3. এরপর আপনার রাজ্যটি নির্বাচন করুন।
4. এরপর উপরের মেনু বার থেকে Others অপশনটিতে যান এবং সেখানে Cancel Application নামে একটি অপশন পাবেন তার ওপর ক্লিক করুন।
5. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার Application Number টি এন্টার করুন।
6. এরপর Date of Birth এন্টার করুন। তারপর ক্যাপচা কোডটি টাইপ করে সাবমিট বোতাম এ ক্লিক করুন।
7. তারপর দেখবেন সমস্ত এপ্লিকেশন টি আপনার সামনে খুলে যাবে। এরপর Cancel Application বাটনটিতে ক্লিক করুন।
8. এরপর Proceed and cancel বোতামটিতে ক্লিক করুন। তারপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটিতে একটি OTP আসবে OTPটি এন্টার করুন এবং SUBMIT বোতামে ক্লিক করুন।
9. তারপর Terms and Condition বক্সে টিক দিন।
10. এরপর Proceed for Cancel বোতামটিতে ক্লিক করুন। এভাবে খুব সহজে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি বাতিল করতে পারেন।
তবে একটা কথা মনে রাখার বিষয় আপনি যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আবেদন বাতিল হলেও কোনরকম টাকা আপনি ফেরত পাবেন না।
আপনার জন্য আরো
1.অনলাইনে ড্রাইভিং লাইসেন্স টেস্ট স্লট কীভাবে বুকিং করবেন ?
2.কিভাবে আধার কার্ড ভার্চুয়াল (VID)আইডি জেনারেট করবেন