পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য ৫ টি ক্যাটাগরির রেশন কার্ডের ব্যবস্থা করেছে। সেগুলি হলো RKSY-I, RKSY-II, AAY, PHH, SPHH। রেশন কার্ডের ক্যাটাগরি গুলি বিভক্ত করা হয়েছে পারিবারিক ইনকাম, জমিজমা, কাস্ট ও ঘরবাড়ি অর্থাৎ সম্পত্তির উপর। অনলাইনে আবেদন করার সময় আপনার দেওয়া তথ্য গুলির ওপর ভিত্তি করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা হবে।
অনেক সময় হতে পারে আপনি একটি ভুল ক্যাটাগরির রেশন কার্ড পেয়েছেন। তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখন আপনি অনলাইনে কোনোরকম খরচ ছাড়াই খুব সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি জেনারেল তথা non-subsidised রেশন কার্ড একটি সাবসিডাইজড রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক।
1| অনলাইনে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি
- প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের Department of Food & Supplies এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর বাঁদিকে থাকা RATION CARD অপশনটিতে ক্লিক করবেন।
- ক্লিক করার পর আপনার সামনে অনেক গুলি অপশন চলে আসবে, সেখান থেকে আপনি “Apply for change of Ration Card category” এই অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য আগে আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করতে হবে।
2| আপনি ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন
- আপনার যেই ফোন নম্বরটি রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটি এখানে দিতে হবে।
- তারপর আপনি ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার ফোনে একটি OTP যাবে।
- এরপর সেই OTP টি বসিয়ে এন্টার করবেন এবং Proceed বাটনটিতে ক্লিক করবেন।
- তারপর পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ডের পোর্টালটি আপনার স্ক্রিনে ওপেন হয়ে যাবে।
3| ফর্ম ৮ ফিলাপ করার পদ্ধতি
- এরপর আপনি পেজের ফর্ম বিভাগে চলে যাবেন।
- সেখানে আপনি ৮ নম্বর ফর্মটির নীচে “Apply Now” অপশনটিতে ট্যাপ করবেন।
- তারপর আপনার সামনে একটি লিস্ট ওপেন হয়ে যাবে সেখানে অনেকগুলি অপসন এবং চেকবক্স থাকবে।
- আপনি এই অপশনগুলি খুব ভালোভাবে পড়বেন এবং যেই যেই অপশন গুলি আপনার সাথে প্রযোজ্য সেই অপশন গুলিতে টিক করবেন। কারণ এর ওপরেই ভিত্তি করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ধার্য করা হবে।
- এরপর একটু নীচের দিকে স্ক্রোল করলে আপনার সামনে আরেকটি নতুন লিস্ট চলে আসবে।
- সেখানেও আপনার সাথে যেই যেই অপশন গুলি প্রযোজ্য সেগুলি সিলেক্ট করে টিক করে দিন।
- তারপর আপনি ‘Next’ বাটনটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে।
- এই সবের পর আপনার যদি মনে হয় যে আপনি কোনো ভুল করেছেন তাহলে আপনি “Back” প্রেস করে পুনরায় সঠিক তথ্যটি দিতে পারবেন।
- এইবার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নীচের দিকে স্ক্রোল করে “It’s okay” চেকবক্সটিতে ক্লিক করে দেবেন।
- তারপর আপনি “Proceed” বাটনটিতে ক্লিক করবেন এবং আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
4| ফর্ম ৮ সাবমিট করার পদ্ধতি
- এরপর আপনি নতুন পেজটিতে “I Certify” চেকবক্সটির ওপরে ক্লিক করে দেবেন এবং ‘Get OTP’ অপশনটিতে এন্টার করবেন।
- OTP পাওয়ার পর আপনি নির্দিষ্ট জায়গায় সেটি বসিয়ে এন্টার করবেন এবং ‘Submit OTP’ বাটনটি প্রেস করবেন।
- এরপর আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে। আপনার ফর্মটি যে সঠিকভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসাবে থাকবে আপনার কাছে।