কিভাবে আধার কার্ড ভার্চুয়াল (VID)আইডি জেনারেট করবেন

আঁধার ভার্চুয়াল আইডি একটি অস্থায়ী ১৬ সংখ্যার নম্বর যা আঁধার প্রমাণিকরণের জন্য আধার নম্বরের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।

আধার নম্বরের নিরাপত্তা এবং গোপনীয়তা বাড়ানোর জন্য VID নম্বরটি ব্যবহার করা হয়। কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য আসল আধার নম্বরটি প্রকাশ না করেও এই ভার্চুয়াল আইডির মাধ্যমে প্রমাণ করা যেতে পারে।

UIDAI পোর্টালের মাধ্যমে অনলাইনে খুব সহজেই আপনি VID আইডিটি জেনারেট করতে পারেন।

এই পোস্টে আপনি জানতে পারবেন VID আইডি তৈরি করতে কি কি প্রয়োজন এবং কিভাবে VID আইডি তৈরি করবেন

VID আইডি তৈরি করতে প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার নম্বর

আধার কার্ডের সাথে লিংক করা আপনার মোবাইল

ভার্চুয়াল আইডি জেনারেট করার অনলাইন পদ্ধতি

1. প্রথমে একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in লিখে সার্চ করুন।

2. তারপর My Aadhaar অপশনে মাউস কারসারটি নিয়ে গেলে Aadhaar Services বলে অপশন আসবে তার মধ্যে থেকে Virtual ID Generator নামে একটি অপশন আসবে সেটাতে ক্লিক করুন।

3. এরপর আপনার সামনে My Aadhaar ড্যাশবোর্ড খুলে যাবে।

4. তারপর VID Generator অপশনটিতে ক্লিক করুন।

5. এরপর আধার নম্বরটি এন্টার করুন এবং ক্যাপচা কোডটি টাইপ করুন তারপর Send OTP বলে একটি বাটন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

6. তারপর দেখবেন আপনার আধার রেজিস্টার করা মোবাইল নম্বরটিতে একটি OTP আসছে সেটি এন্টার করুন।

7. এরপর Verify and Proceed বাটনটি ক্লিক করুন।

8. তারপর আপনার ভার্চুয়াল আইডিটি স্ক্রিনে প্রদর্শিত হবে এবং আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হবে।

 এইভাবে খুব সহজে আপনারা অনলাইন ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। জীব ভার্চুয়াল আইডিটি তৈরি হবে সেটি আপনি যে কোন সময় প্রতিস্থাপন অথবা প্রত্যাহার করতে পারবেন।

আপনার জন্য আরো

1.অনলাইনে ড্রাইভিং লাইসেন্স টেস্ট স্লট কীভাবে বুকিং করবেন ?

2.পশ্চিমবঙ্গে জমির খাজনা পেমেন্ট করার অনলাইন পদ্ধতি

3.অনলাইনে বার্থ সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন ?

4.নাম ধরে জন্ম সার্টিফিকেট কীভাবে সন্ধান করবেন ?

Leave a Comment